ফয়সাল, আলমডাঙ্গা থেকেঃ আলমডাঙ্গা ইসলামী ব্যাংকে দিনে দুপুরে ১০ লক্ষ টাকা চুরি করে পালানোর সময় জনতার হাতে টাকা সহ আটক হয়েছে চোর।গতকাল বেলা সাড়ে ১২ টার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের -মৃত নুরু মিয়ার ছেলে মোঃ উজ্জল(২৮) আলমডাঙ্গা ইসলামী ব্যাংকে ঢুকে গ্রাহকদের সারিতে টাকা তোলার মত দাঁড়িয়ে থেকে সুযোগ বুঝে ক্যাশ কাউন্টারে ঢুকে ১০ লক্ষ টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় ব্যাংকে অবস্থান রত গ্রাহকরা তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে চুরি করা ১০ লক্ষ টাকা উদ্ধার করে চোর উজ্জলকে পিছনে হাত বেধে রেখে আলমডাঙ্গা থানায় খবর দেয়।খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়।এ সময় ব্যাংক ম্যানেজার চুরি যাওয় ১০ লক্ষ টাকা উদ্ধার করে ব্যাংকের ক্যাশ অফিসার কে বুঝিয়ে দেন।এই ছিনতাই’র ঘটনায় ব্যাংকের ম্যানেজার (অপারেশন্স) মোমিনুল ইসলাম বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন।আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি (অপারেশন) ফরিদুল জানান, ব্যাংকে ছিনতায়ের ঘটনায় মামলা হয়েছে। ওই যুবক পুলিশের হেফাজতে রয়েছে।এ ছাড়াও ঐ যুবকের নামে খোজ নিয়ে জানা গেছে দামুড়হুদা ও দর্শনা থানায় মামলা আছে। শুক্রবার তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করা হবে।
Leave a Reply