1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:25 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

মিরপুরে সদরপুরে পরকিয়ায় বাধা দেওয়াতে  স্ত্রী-সন্তানকে নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে

  • প্রকাশিত সময় Wednesday, October 4, 2023
  • 137 বার পড়া হয়েছে

এম আনোয়াপর হোসেন নিশি, মিরপুর থেকে  ॥ কুষ্টিয়ার  মিরপুর উপজেলার পরোকিয়ার আবদ্ধ হয়ে প্রথম স্ত্রী অনুমতি না নিয়া বিবাহ করে এবং ২ সন্তানসহ স্ত্রী-আকলিমাকে পাষাবিক নির্যাতন করে তাড়িয়েদেয়-এবং আবার ও ফিরে আসলে প্রাণ নাশের হুমকি দিয়েছে স্বসুরসহ আতœীয় স্জনদের। এ ব্যাপারে মিরপুর থানার অভিযোগ দায়ের করেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার সদরপুর ইউনিয়নের মুচাইনগর গ্রামের হামিদুল মালিথার ছেলে হাফিজুলের বাড়িতে।অসহায় আকলিমার পিতার বাড়ি উপজেলার আমলা ইউনিয়নের মিটর গ্রামের তাইজুল মৃধা কন্যা। ১৮ বছর পূর্বে শরিয়া মোতাবেক উপজেলার সদরপুর ইউনিয়নের  মুচাইনগর গ্রামের হামিদুল ইসলামের পুত্র হাফিজুল ইসলামের সাথে বিবাহ হয়। থানার অভিযোগ ও সাংবাদিকদের সাথে আলাপকালে অসহায় আকলিমাসহ তার পিতা তাইজুলবলেনঃ- আমার মেয়ের সংসারে ১৬, ১২,ও ৩ বছরের ৩টি কন্যা সন্তান রয়েছে। আকলিমারবিবাহিত জীবনে ক’য়েক বছর ভাল গেলে ও কন্যা সন্তান জন্ম হওয়াতে  স্বামী হাফিজুলের সংসারে আকলিমার কদর ফুরিয়ে যায়। কারন-অকারনে স্বাশড়ীর খুরকি খাতুনের কু-চক্রান্তে চলে আকলিমার উপর শাররিক নির্যাতন। এ বিষয় সামাজিক ভাবেই বেশ কয়েক বার শালিশ বিচারের করলে ও কিছু দিন পরে আবার ও অশান্তি সৃষ্টি ও মারধর করে মা ও ছেলে ২ জন। প্রায় ২ মাস আগে কুচক্রি স্বাসুড়ীর মিথ্যা অভিযোগে  লাঠি দিয়ে চলে শাররিক নির্যাতন।  হুমকি  আমাকে তুই তালাক দিয়ে বিদায় হয়ে-যা..?-তা-না- হলে মেরে ফেলার হুমকিদেয় এবং গলা চেপে খুন করতে চেষ্ট করে কিন্তু সন্তানের আতœ চিৎকারে  প্রতিবেশিদের সহয়োগীতার হত্যা করতে পারেনি। হত্যা করার প্রধান কারণ ছিল পরোকিয়ার ও বাধা দেওয়া এবং দ্বিতীয় বিয়ের কথা ফাঁস হওয়াতে। এ নির্যাতনের সংবাদ পেয়ে আকলিমা পিতা জামায়ের বাড়িতে আসলে কোন সমাধান না হওয়াতে  এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহয়োগীতায় কন্যাসহ ২ নাতনিকে  তাইজুল তার নিজ বাড়িতে নিয়ে আসে। আকলিমার পিতা তাইজুল অস্ত্র-সজল নয়নে আরো বলেন আর পারছি বাবা..?, মেয়ের জন্য কেন থানায় আসতে হবে, কোন পিতা চাই না মেয়েকে বিবাহ দেওয়ার পরে পিতৃলয়ে ফিরে আসুক.. ? ,তাই আপনারা (সাংবাদিক) আপনাদের মাধ্যমে পুলিশকে আকুতির সাথে জানাচ্ছি তাদের সংসার জীবন আবারও যেন সুখের করতে যা- যা করনীয় তাই যেন পুলিশ করেন। হতোভাগী ৩ সন্তানের জননী আকলিমা বলেন-এর মধ্যে বেশ কয়েক বছর যাবৎ বিদেশ ফেরত এক নারীর সাথে পরোকিয়ার জরিয়ে পরে এবং বিয়ে করে সেখানেই থাকছে । বাড়িতে কোন সংসার খরব দেয় না  পিতার বাড়ি থেকে টাকা নিয়ে সংসার পরিচালনা করতে হচ্ছে।  কিছু দিন আগে স্থানীয় পুলিশ ক্যাম্পে বিচার ডাকলে তারা উপস্থিত হয়নি।  প্রায় ২ মাস অতিবাহিত হলে তাদের  খোজ খবর নাই।তাই এলাকার গণ্যমান্য মানুষের সাথে শলা পরামরস করে থানায় অভিযোগ করতে হলো। আমরা চাই তদন্ত সাপেক্ষে  শান্তি পূর্ণ পরিবেশে প্রশাসন সু বিচার করতে সদর হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640