আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা প্রেসক্লাবের আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সালের ২৪ তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা প্রতিদিন ফেজবুক পেজের অফিসে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলমডাঙ্গা প্রতিদিন ফেসবুক পেজের এ্যাডমিন গ্রুপের সদস্য ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক বশিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, সাংবাদিক তানভীর আহমেদ, প্রয়োজন ডট কমের স্বত্ত্বাধিকারি মোছাঃ রাহিমা সুলতানা, শিশু পবিত্র বিশ্বাস ও জান্নাত বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি বলেন, জন্মদিন পালন করা অন্য কিছু নয়। তবে, এই দিনটি মনে করিয়ে দেয় জন্মদিন মানে তার জীবন থেকে একটি বছর চলে গেল। এই দিনে মায়ের কথা মনে হয়, যে মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারন করার পর সে পৃথিবীর আলো দেখেছে। পিতার কথা মনে হয়, যে পিতা ছোট বেলায় কোলে পিঠে করে বড় করে তুলেছে। কখনও বুঝতে দেয়নি তার কষ্ট। তাই পিতা-মাতার কথা স্বরণ করিয়ে দেয়। প্রধান বক্তা হামিদুল ইসলাম আজম বলেন,
আমরা জন্মদিনে কতো না আনন্দ করে থাকি, অথচ কতো শিশু জন্মের পর ঠিকমত দুধ খেতে পারে না। পিতা,মাতার আদর পায় না, তাই মীর ফাহিম ফয়সাল তার জন্মদিনে তেমন কোন উৎসব না করে কিছু টাকা গরিব শিশুদের মাঝে বিলিয়ে দিয়েছে।মীর ফাহিম ফয়সাল একজন গুনি স্কাউট, সে একজন আইসিটি ট্রেনার।
তার উত্তোরোত্তর সফলতা কামনা করেন, কুষ্টিয়ার কাগজ পত্রিকার সম্পাদক নুর আলম দুলাল, প্রধান বক্তা হামিদুল আজম সহ অতিথি বৃন্দ। পরে কেক কেটে জন্মদিনের শুভ উদ্বোধন করা হয়।
Leave a Reply