কাগজ প্রতিবেদক ॥ বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আগামীকাল ইবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ‘ বাংলাদেশের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল সাড়ে দশটায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। প্রধান আলোচক হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বঙ্গীয় সাহিত্য- সংস্কৃতি সংসদের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ডক্টর মামুনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পর্ষদের সদস্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান ও কেন্দ্রীয় সভাপতি পর্ষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply