দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুওে মাদকসহ ৩জনকে আটক করেছে পুলিশ। পওে অর্থবাণিজ্যেও মাধ্যমে তাদেও ভবঘুওে দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এঘটনায় এলাকার সাধারণ জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে জয়রামপুর গ্রামের রব্বান মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এসময় রব্বানের ছেলে রাজু (৩২) ও সাধন (১৮) এবং পার্শ্ববতী চাবনায় গ্রামের করিম সরদারের ছেলে মাদক সেবী চঞ্চল (৩৫) কে ১০পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। সাধনের বিছানার বালিশের নীচ থেকে ১০টি টাপেন্টাডল ট্যাবলেটের এশটি ফাতা উদ্ধার করা হয় বলে স্থানীয় গুমাধ্যম কর্মীদেও জানায় কিশোর সাধন। পওে তাদেও কাছ থেকে ২৩ হাজার টাকা নিয়ে ভবঘুওে দেখিয়ে গতকাল শনিবার আদালতে সোপর্দ করলে তারা বিকেলে বাড়ি ফিওে আসে। মাদক ব্যবসায়ী রাজু ও সাধন দীর্ঘদিন ধওে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়।
তবে মাদকসহ মাদক ব্যবসায়ী ও মাদক সেবী আটকের কথা অস্বীকার কওে অভিযানে নেতৃত্ব দেওয়া দৌলতপুর থানার আলোচিত এসআই সেলিম জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে জয়রাপুর বাজাওে ঘোরাফেরা করা অবস্থায় রাজু, সাধন ও চঞ্চল নামে ৩জনকে আটক করা হয় এবং তাদেও কাছ থেকে এশটি চাকু উদ্ধার করা হয়। টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বা অর্থ লেনদেনের কোন ঘঁনা ঘটেনি। পওে আটক ৩জনকে ভবঘুওে দেখিয়ে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেও মুচলেখা নিয়ে ছেড়ে দেয়।
এদিকে মাদকসহ ৩জনকে আটক কওে অর্থবাণিজ্যেও মাধ্যমে ভবঘুরের মামলা দিয়ে আদালতে সোপর্দ করার ঘঁনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘঁনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ওনসকল মাদক ব্যবসায়ী দ্বারা নির্যাতনে শিকার গস্খামবাসী
Leave a Reply