বশির,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলার এক্সচেঞ্জ পাড়ায় বায়তুন নুর জামে মসজিদে গত ২৮ অক্টোবর শুক্রবার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা করেন, মসজিদের সন্মানিত পেশ ইমাম হাফেজ মাওঃ মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন, তিনি যদি এ-ই পৃথিবীতে জন্মগ্রহণ না করতেন, তাহলে পৃথিবীতে কোন মাখলুক সৃষ্টি হতোনা। নবী মোহাহাম্মাদ (সাঃ)ছিলেন সাহাবিদের চোখের মণি। তাকে এক মুহূর্তের জন্য দৃষ্টির অন্তরাল করা সাহাবিদের জন্য ছিল রীতিমতাে বিচ্ছেদের ব্যাপার। নবিজির উপস্থিতি তাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলত। তাদের ধ্যানধারণা, তাদের যাপিত জীবনের সকল অনুষঙ্গ আবর্তিত হতাে নবিজি (সাঃ)কে ঘিরেই। ধু-ধু মরুভূমিতে পথহারা পথিকের বুক যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করতে থাকে, সাহাবিদের কাছে নবিজির সঙ্গ ছিল ঠিক সে রকম। দুর্লভ, অমৃত সমান পানির মতন। নবিজিকে তারা চোখে চোখে রাখতেন। তিনি ছিলেন তাদের কাছে প্রাণের চেয়ে অধিক প্রিয়। যে মানুষটিকে এক পলক না দেখলে সাহাবিরা অস্থির হয়ে উঠতেন, ব্যাকুল হয়ে পড়তেন, যার মুহূর্তকাল অনুপস্থিতি সকলকে দিশেহারা করে তুলত, একদিন সেই মানুষটিই যখন দুনিয়ার পাঠ চুকিয়ে বিদেয় নিলেন, দুনিয়ার জীবন ছেড়ে পাড়ি জমালেন অনন্ত অসীম জীবনের পথে, সাহাবিদের মনের অবস্থা তখন কেমন হয়েছিল? প্রিয়তম মানুষটার সাথে দুনিয়ায় আর দেখা হবে না, একসাথে বসে গল্প করা হবে না, হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে ইয়া রাসুলুল্লাহ বলে সম্বােধন করা যাবে না, তার ডাকে লাব্বাইক বলে হাজির হওয়া হবে না—এমন দৃশ্যগুলাে কল্পনা করা কি সাহাবিদের জন্য খুব সহজ ছিল? ছিল না। নবিজিকে হারিয়ে সাহাবিদের হৃদয়ে যে বিচ্ছেদের ঝড় উঠেছিল, সেই ঝড়ের খানিকটা আমরা বুঝতে পারি উমার (রাঃ) ঐতিহাসিক সেই ঘটনা থেকে।
নবিজি (সাঃ) এর মৃত্যুর দিন উমার (রাঃ) একেবারে পাগলের মতাে হয়ে গেলেন। নবিজির মৃত্যু হতে পারে’–এই ব্যাপারটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি হয়তাে ভাবলেন, আল্লাহ কর্তৃক প্রেরিত একজন রাসুল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন গােটা মানবজাতির জন্যে, যার ওপর নাযিল হয়েছে আসমানি গ্রন্থ আল-কুরআন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে সাথে আসমানের ওপরে সাক্ষাৎ করেছেন, তার কীভাবে মৃত্যু হতে পারে? উমার (রাঃ) তখন অধিক শােকে পাথর। হযরত মুহাম্মাদ (সাঃ) ও একজন মানুষ। মানুষ হিসেবে তার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্ট কোনাে বস্তুুকেই অমরত্ব দান করেননি এই ধ্রুব সত্য থেকে তার মন তখন খানিক সময়ের জন্য বিস্মৃত হলাে। নবিজির প্রয়াণ দিবসে এই কথাগুলাে বােঝার মতন অবস্থা উমার (রাঃ) এর ছিল না। শােকে মুহ্যমান অবস্থায় তিনি গর্জে উঠেন। বললেন, যে বলবে মুহাম্মাদ (সাঃ)এর মৃত্যু হয়েছে, তাকেই আমি হত্যা করব। ভিড় ঠেলে এগিয়ে এলেন আবু বকর (রাঃ)। তিনি নবিজি (সাঃ)এর মুখমণ্ডল থেকে চাদরটা সরিয়ে, তার শুভ্রোজ্জ্বল চেহারায় দুটো চুমু খেলেন। এবং বুঝতে পারলেন, প্রত্যেকেরই মুত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আলোচনা শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহ এবং মসজিদ কমিটির নির্বাহী সদস্য নাসির উদ্দীন বিস্বাস মৃত্যুবরণ করায় তার জন্য দোয়া করেন। আলোচনা শেষে মসজিদের সন্মানিত সকল সদস্যদের সহায়তায় তোবারক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন (সাবেক কমিশনার),সহ সভাপতি মোঃ সাইদুর রহমান(সাবেক ব্যাংক কর্মকর্তা), সহ সভাপতি মোঃ আয়ুব আলি,সহ সাধারণ সম্পাদক মোঃ বশিরুল আলম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস ছামাদ, ডাঃ জালাল, ওহিদুল ইসলাম, হাজী মজিবুল, প্রভাষক আঃ খালেক, শামসুল ইসলাম, ইউনুস, মতিয়ার,স্বপ্নীল, প্রত্যয় এছাড়াও এলাকার মুসুল্লি বৃন্দ।
Leave a Reply