স্পোর্টস ডেস্ক ।। বিশ্বকাপ খেলতে আগামীকাল (বুধবার) ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়েছে। বিশ্বকাপের জার্সি উন্মোচনের একটি ভিডিও বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।
সেখানে দেখা গেছে, সাকিব-মুশফিক-রিয়াদ-তাসকিন-শান্তসহ বিশ্বকাপ দলে থাকা ১৫ জনের কক্ষে জার্সি পৌঁছে দেওয়া হয়েছে।
বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা ওই জার্সি খুলে নেড়েচেড়ে দেখেছেন ও ট্রায়াল দিয়েছেন। এছাড়া বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বসিত বলে জানিয়েছেন।
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। ইনজুরির কারণে তাকে দলে নেওয়ার ঝুঁকি নিতে পারেননি বলে জানিয়েছন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তামিমের জায়গায় বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তরুণ তানজিদ তামিম। এছাড়া তরুণ পেসার তানজিম সাকিব আছেন দলে। ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিম সাকিব, তানজিদ তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ।
Leave a Reply