আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরি পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছ। গতকাল প্রধান নির্বাচন কমিশনার মোঃ সিরাজুল ইসলাম সন্ধ্যা ৭ টার সময় বনিক সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী ২৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২ অক্টোবর রোজ সোমবার ভোটার তালিকায় আপত্তি দাখিল ও নিষ্পত্তি সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত। ৪ অক্টোবর রোজ বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ৬ অক্টোবর রোজ শুক্রবার ও শনিবার প্রতিদিন সকাল ৯ টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয়। ১০ অক্টোবর রোজ মঙ্গলবার সকাল টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। ১২ অক্টোবর রোজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, সকাল ন’টা হতে দুপুর ১ টা পর্যন্ত। ১৪ অক্টোবর রোজ শনিবার প্রার্থীতা প্রত্যাহার, সকাল নটা হতে বিকেল ৫ টা পর্যন্ত। ১৬ অক্টোবর রোজ সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ। সকাল ৯ টা হতে দুপুর একটা পর্যন্ত। ২৮ অক্টোবর রোজ শনিবার সকাল ৮ঃ০০ ঘটিকা থেকে বিকেল ৪ঃ০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ। নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম এ সময় বলেন, কোন প্রকার ব্যানার এবং মাইক ব্যবহার করা যাবে না। কোন প্রকার রেলি মিছিল বা সমাবেশ করা যাবে না। নির্বাচনী প্রচারকালে কোন প্রকার রাজনৈতিক বক্তব্য প্রদান করা যাবে না। নির্বাচনী প্রচারণায় কোন প্রার্থী/ব্যাক্তির বিরুদ্ধে বা তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা কোন উস্কানিমূলক বক্তব্য প্রদান করা যাবে না। কোন প্রার্থী রাজনৈতিক পরিচয় বহন করতে পারবেন না। নির্বাচনের দিন কোন প্রার্থী ভোটারের কাছে প্রচার প্রচারনা চালাতে পারবেন না।
নির্বাচনের দিন বিকাল ৪ ঘটিকার পর ভোটকেন্দ্রের সীমানার ভেতরে উপস্থিত ভোটার ছাড়া কোন ভোট গ্রহণ করা হবে না। নির্বাচন সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রত্যেক ভোটারকে ন্যাশনাল আইডি কার্ড সাথে আনতে হবে। কোন আবাসিক ভবন বা দেয়ালে পোস্টার লাগানো যাবে না। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনকারী প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ সকল ক্ষমতা নির্বাচন কমিশন প্রয়োগ করতে পারবেন। প্রার্থীর বয়স সর্বনিম্ন ২৫ বছর হতে হবে। কেবলমাত্র সাদাকালো পোস্টার ব্যবহার করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম। বণিক সমিতির সভাপতি আরেফিন নিয়া মিলন,সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান হীরা, কোষাধক্ষ্য মোঃ আলাউদ্দিন সদস্য জয়নাল আবেদীন, ক্যাপ,হাজী রফিকুল আলম, মোহাম্মদ শরিফুল ইসলাম , মোঃ আব্দুল লতিফ, হাফেজ আব্দুল মোতালেব সহ কার্যনির্বাহী কমিটির সকলে উপস্থিত ছিলেন।
Leave a Reply