বশির,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গার মুন্সীগঞ্জ জেহালা ইউনিয়নে একের পর এক চোরচক্রের হানা। রোয়াকুলি কলেজ পাড়া ইয়ামিনের বাড়ি থেকে একটি গাভি গরু, একটি এড়ে বাছুর গরু ও ছোট-পুটিমারী শৈলেন রাজ বংশীর বাড়ি থেকে ১ টি পাখি ভ্যান ও একই গ্রামের সাইফুলের বাড়ির জানালা ভেঙ্গে টাচ মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। গত দুই তিন দিনের মধ্যে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ সুএে জানা যায় উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি কলেজ পাড়া গ্রামের আকমানের ছেলে ইয়ামিন জানান আমরা চাষী মানুষ সারাদিন মাঠের কাজকর্ম সেরে বাড়িতে আসি। শুক্রবার সন্ধ্যা রাতে পরিবারের সবাই এক সঙ্গে খাবার খেয়ে গোয়াল ঘরে গরু ঘাস দিয়ে ঘরে ঘুমিয়ে পড়ি ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি গরু নেই। আত্মীয় স্বজন বিভিন্ন গ্রামে খোঁজ খবর নিতে থাকি কোথাও খুজে না পেয়ে পরে সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমের ইট ভাটার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আমার বাড়ির সামনে একটি ট্রাক থামিয়ে আমার বাড়ির গরু দুটি ট্রাকে তুলে নিয়ে গেছে চোরচক্রের দল। পরদিন থানায় গিয়ে বাদিী হয়ে লিখিত অভিযোগ করেছেন। এদিকে ছোট-পুটিমারী গ্রামের মাছ বিক্রেতা শৈলেন রাজবংশী বাবু গত রবিবার মাছ বিক্রি করে দুপুরে বাড়িতে আসেন। বাড়ির মধ্যে পাখি ভ্যান চার্জে রেখে ওই মাছ বিক্রির টাকা আদায় করতে যান। ওই দিন রাত ১১ টায় পাখি ভ্যান রেখে উঠানে রেখে ঘুমাতে যায়। সোমবার ভোরে ঘুম থেকে উঠে পাখি ভ্যানটি খুঁজে পাই না। গত কয়েকদিন যাবৎ নিজ ও পার্শবর্তী গ্রামে খোঁজখবর নিলেও কোন সন্ধান মেলেনি। গত বুধবার বিকেলে শৈলেন রাজবংশী বাবু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই গ্রামের সাইফুলের ছেলে স্বপন জানান রাতে খাবার খেয়ে আমাদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে জানালার রড ভাঙা দেখে সন্দেহ হয়। তখন বাড়ির জিনিস পএ ঠিক আছে কি দেখি সবই আছে মোবাইল ফোন নেই। চোর মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। পরে আলমডাঙ্গা থানায় বাদী হয়ে সাধারণ ডাইরী করেছি। অভিযোগ কারীরা জানান এখনও পযর্ন্ত গরু পাখি ভ্যান মোবাইল ফোন কোনটাই সন্ধান মেলেনি।
Leave a Reply