ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার সহকারী শিক্ষক মো: লিয়াকত আলী ও মো: আব্দুল ওয়াদুদ-এর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটার দিকে মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাও: মো: আব্দুল কাদের, ম্যানেজিং কমিটির সভাপতি ও কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, দাতা সদস্য মো: আমিনুল হক বিল্লাল, বিদ্যুৎ শাহী সদস্য মো: আমানুল হক ওল্টু, অভিভাবক সদস্য মো: সোহরাব হোসেন, মাদ্রাসার সুপার মো: আখতারুজ্জামানসহ আরও অনেক অতিথি ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো: আহাদ আলী। সার্বিক তত্ত্বাবধানে মো: মিজানুর রহমান, সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)।
Leave a Reply