কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে সরকারী স্ট্যাম্পে গ্রামের অসহায়, দরিদ্র মানুষের হাতের টিপ সই ও স্বাক্ষর করিয়ে চড়া সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে সুদখোর রাজন। করেন না চাকরী, নেই কোন ব্যবসা তার পরও এই সুদের ব্যবসার বদৌলতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন আলিশান বাড়ী, কিনেছেন জমি। তবে নিজ এলাকা ভেড়ামারা উপজেলার চন্ডিপুরে লোকদেখানোর জন্য বসবাস করেন সেমিপাকা এক তলা বাড়ী। সুদখোর অত্যাচারে ঘরবাড়ি ছাড়া কয়েকটি পরিবার। দখল করছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এমন অভিযোগ করেছেন ভেড়ামারা ও মিরপুর এলাকার ভুক্তভোগী কয়েক হাজার সাধারণ মানুষ।
জানা যায়, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের চন্ডিপুরের ওয়াহেদ প্রামাণিকের ছেলে রাজন। দীর্ঘদিন থেকে অধিক সুদে এলাকার মানুষকে টাকা ঋণ দিয়ে আসছে। সঠিক সময়ে সুদ দিতে ব্যর্থ হলে তার উপর শুরু হয় অত্যাচারের প্রতিবাদ করতে গেলে গ্রামের সাধারণ মানুষকে বিভিন্ন রকম ভয়-ভীতি সহ দেয়া হয় হুমকি। রাস্তাঘাটে কেড়ে নেয়া হয় মোটরসাইকেল, বাইসাইকেল ও অটোভ্যানের চাবি। রাজন ভেড়ামারা উপজেলার চাঁনগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ওয়াহেদ প্রামনিক এর ছেলে।
মানুষদের অভাবের সুযোগকে কাজে লাগিয়ে চরা সুদে দাদন ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় মানুষকে জিম্মি করে বিভিন্নভাবে আদায় করেন ব্যাংকের চেক এবং স্বাক্ষর করিয়ে নেন সাদা স্ট্যাম্পে। স্ট্যাম্প ও চেকের বিপরীতে চরা সুদে টাকা দিয়ে কয়েকগুণ সুদাসল আদায় করার পরেও স্ট্যাম্প ও চেক মূলে মামলা করে গ্রামবাসীকে হয়রানি করে আসছে।
পরবর্তী সময়ে চক্রবৃদ্ধি হারে সুদ নেয়। তবে কৌশলে সুদখোররা স্ট্যাম্পের লেখায় সুদের প্রসঙ্গ এড়িয়ে অন্য বিষয় উল্লেখ করে রাখে। প্রতিবাদ করলে বাহিনী দিয়ে শায়েস্তা করে মিথ্যা মামলায় আসামি করে জেলে পাঠায়। চরা সুদ দিতে ব্যর্থ হয়ে অনেকেই বাড়ি ছাড়া হয়েছেন। তার অপকর্মের প্রতিবাদ করলেই মিথ্যা মামলায় হয়রানি করা হয়।
সুদখোর রাজনের কাছ থেকে একবার অর্থ নিলে নাকি শোধ হয় না মৃত্যুর আগ পর্যন্ত। প্রতিমাসের নির্ধারিত একটি সময়ে শতকরা ২০% হিসাবে পরিশোধ করতে হয় লাভের অংশ। নির্ধারিত সময় পার হলে মাথা খারাপ হয়ে যায় রাজনের। যাকে যেখানে পান সেখানেই অপমান করার সহ তোলা গায়ে হাত। তারপরেও থেমে থাকেন না তিনি চলে যান সেই ব্যক্তির বাসায় সেখানে গিয়ে বাড়ির মহিলাদের উপরে চালান মানসিক নির্যাতন। ছেলে, মেয়ে, মা, শাশুড়ি বা বৌ কাউকে মানেন না তিনি। সবার সামনেই নোংরা কথার বুলি বের হয় তার মুখ থেকে যেটা অনেকে ভাষায় প্রকাশ করতে পারে না এমনি অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগী কয়েক জন অভিযোগ করে বলেন, এই সুদখোরের অত্যাচারে নিজ ঘরবাড়ি ছেড়ে অনেকেই পালিয়েছেন অন্য জেলায়। অনেকেরই বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছেন সুদখোর রাজন। পুরুষদের পাশাপাশি নারীদের উপরে অত্যাচার চালায় সে। সুদের টাকা চাওয়ার নামে রাত নেই দিন নেই যে কোন সময় ঢুকে জান যার তার ঘরে। বাসায় পুরুষ মানুষ না থাকলে নারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি হাতও তুলতে যান গায়ে। রাত-বিরাত নেশা করে মাতাল হয়ে তার বাহিনী সাথে নিয়ে বিভিন্ন মানুষকে তুলে নিয়ে যাওয়াসহ দেন হত্যা ও গুমের হুমকি। ভয় দেখান মাস্তান, জনপ্রতিনিধি, পুলিশসহ রাজনৈতিক নেতাদের।
একজন ভুক্তভোগী জানান, রাতে নেশা করে মাতাল হয়ে বাড়ির সামনে এসে মোবাইল ফোন বের করে বলে স্যার আসেন, আমি ওর বাড়ির ঘিরে রেখেছি, আপনি শালাকে থানায় নিয়ে যান। যা লাগে আমি দিচ্ছি। কখনও বলে নেতা শালাকে হাত,পা, মুখ বেধে তুলে নিয়ে আসি। ও আমার সুদের টাকা আর লাভের টাকা দিচ্ছে না। হয় আজ আমাকে ব্যাংকের চেক এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে দেবে, না হয় ওকে গুম করে দেব। সুদখোর রাজনের ভয়ে মুখ খুলতে পারেন না কেউ।
স্থানীয় নেতা বা পুলিশের কোন সদস্য তাদের বাসায় এসে ছিলো জানতে চাইলে সেই ভুক্তভোগী জানান, এখন পর্যন্ত নেতা বা কোন পুলিশ তাদের বাড়িতে আসেনি। কিন্তু রাজন যে সুদের ব্যবসার নামে সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে সেটা তো সবাই জানে কেউ তো কিছু বলে না তাকে। আর আমরা গ্রামের সাধারণ মানুষ এতো কিছু বুঝিনা। ওতো সুদের ব্যবসা করে অনেক টাকা। টাকা যার লোকজন তার, রাজন বলে টাকা দিয়ে সবাইকে হাত করে রেখেছে। এ বিষয়ে জানতে রাজনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সব ছেড়ে দিয়েছেন বলে দাবি করেন।
Leave a Reply