আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা মাছের বাজারে নতুন শেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল আলমডাঙ্গা মাছ বাজারে নতুন শেড নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র হাসান কাদির গনু বলেন দীর্ঘদিন থেকে এই মাছ বাজার জরাজীর্ণ অবস্থায় নোংরা পরিবেশে সাধারণ মানুষ থেকে শুরু করে মাছ ব্যাবসায়ীদের ভোগান্তির অন্ত ছিল না।সেই ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে এই শেড নির্মাণ কাজ শুরু করা হল।দুই মাসের মধ্যে এই শেড নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।
বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই শেড নির্মাণ কাজ করা হচ্ছে বলে জানা গেছে। এই উদ্বোধন কালে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক কাজী রবিউল হক,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, ঠিকাদার জাহিদ হোসেন,প্যানেল মেয়ের মুজিবুল হক, আমিরুল ইসলাম, আব্দুস সালাম লেলিন,শহিদ ফকির,মামুন হোসেন,আমজাদ হোসেন প্রমুখ।
Leave a Reply