বশির,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর হার্টে দুইটি ব্লক থাকায় রিং পরানো হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ঢাকা হ্নদরোগ ইন্সটিটিউটে হার্টে রিং পরানো হয়। গতকাল খন্দকার শাহ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে প্রথমে তার স্ত্রী কথা বলেন, সে জানায় তার হার্ট দুটি ব্লক হয়েছিল। ঢাকা জাতীয় হ্নদরোগ হাসপাতালে চিকিৎসকের কেয়ারে রিং পরানো হয়েছে। পরে খন্দকার শাহ আলম মন্টু জানান হার্টে রিং পরানোর পর তাকে আইসিইউতে রাখে, গতকাল বেডে স্থানান্তরিত করেন। হ্নদরোগ হাসপাতালের চিকিৎসক ডাঃ আব্দুল মোমেন তার চিকিৎসা করছে। আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু অনেক দিন থেকে হার্টের রোগে ভুগছিলেন। কয়েকবার রিং পরাতে গিয়ে তিনি ফিরে আসেন। গত কয়েকমাস আগে ঢাকায় ডাক্তার দেখালে তারা বলেন, হার্টে পানি জমেছে।ক্লিয়ার না হলে অপারেশন বা রিং পরানো যাবে না। খন্দকার শাহ আলম মন্টুর সুস্থতা কামনা করে দোয়া করেছেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম,সহ সভাপতি মৌলভী আবুল কাশেম,জামসিদুল হক মুনি, রুনু খন্দকার, মোঃ বশিরুল আলম, জামিরুল ইসলাম, শাহাবুল ইসলাম, আতিক বিশ্বাস, সৈয়দ সাজেদুল হক, আব্দুর রাজ্জাক, মীর ফয়সাল, সহ আলমডাঙ্গার সিনিয়র সকল সাংবাদিক গন। তার আশু রোগ মুক্তি কামনা করেছে।
Leave a Reply