আলমডাঙ্গা প্রতিনিধি ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার জীবননগর বাজারে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্টানকে ৬৫ হাজার টাকা জরিমানা। গতকাল জীবননগর উপজেলা গেট ও হাসপাতাল রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে।
জানা যায়, ভোক্তা অধিকারের অভিযানে আলু, পেয়াজ, ডিম, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মেসার্স জীবন নগর গ্যাস হাউজ কর্তৃক ১২৪০ টাকায় কেনা ১২ কেজির সিলিন্ডার গ্যাস ১৪৫০ টাকায় পাইকারি বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়, যেখানে সরকার নির্ধারিত মুল্য ১২৮৪ টাকা। এছাড়া প্রতিষ্ঠানে মুল্য তালিকা প্রদর্শন করা হয়নি। অতিরিক্ত মুল্যে গ্যাস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: ইকবাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মিনহাজ গ্যাস ঘর কর্তৃক গ্যাসের মুল্য তালিকা প্রদর্শন না করা ও পাইকারি ও খুচরা গ্যাস বিক্রয়ের ভাউচার প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মতিয়ার রহমানকে ৩৮ ও ৪৫ ধারায় ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ৬৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় জীবননগর কাঁচা বাজারে আলু, পেয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য তদারকি করা হয় এবং সবাইকে মুল্যতালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও সরকার নির্ধারিত মুল্যে পণ্য বিক্রয়ের ব্যাপারে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে
Leave a Reply