আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় হারানো একটি ব্যাটারী চালিত পাখি ভ্যান ও ৩৪ কাঁদি কাঁচা কলা উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। শনিবার সকালের দিকে
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ আসাদ এর চায়ের দোকানের সামনে থেকে আসামীঃ- ক) মোঃ টিটু মন্ডল (৩৭), পিতা-মোঃ বসরত মন্ডল, গ্রাম- তৈলটুপি (মাঠপাড়া), থানা- হরিণাকুন্ডু, জেলা–ঝিনাইদহকে চোরাই (১) একটি তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত পাখি ভ্যান ২) ৩৪(চৌত্রিশ) কাঁদি কাচা সবরি কলা, সহ আসামি কে হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply