আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: নাজমুল হক ও ডা: মহসিন আরার একমাত্র পুত্র মো: মহসিন মেহেবুব মারুফ খুলনার অন্যতম সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মিলিটারি কলেজিয়েট স্কুল ( এমসিএসকে ) থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পাওয়ায় আলমডাঙ্গা প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।গতকাল সন্ধ্যায় পপুলার মেডিকেল সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা ক্লিনিক মালিক সমিতি সভাপতি ও কনা নার্সিং হোমের ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ নুরুন নাহার বেগম। কমিটির সাধারণ সম্পাদক ও পপুলার মেডিকেল সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক শেখ শহীদুল্লাহ’র পরিচালনায় বক্তব্য রাখেন ক্লিনিক মালিক সমিতির সদস্য ও ফাতেমা টাওয়ারের ব্যাবস্থাপনা পরিচালক মো : মঞ্জুর আলী , ইউনাইটেড মেডিকেল সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মো: ময়েন আলী , মা নার্সিং হোমের পরিচালক জালাল উদ্দীন, একতা ক্লিনিকের ডা: সাইফুল আলম নান্নু , আল – আরাফা ক্লিনিকের টিপু সুলতান, আল মদিনা ক্লিনিকের পক্ষ থেকে হারুন আর রশিদ , নিউ এ্যাপোলো ক্লিনিক থেকে মো: আমিনুর রহমান, নুর মোহাম্মদ ক্লিনিক থেকে মো: মামুন , লোকমান হোসেন ক্লিনিক থেকে মো: লুৎফর রহমান, আব্দুল হামিদ মেমোরিয়াল ক্লিনিক থেকে সাজেদুর রহমান বাবলু , আনন্দধাম নার্সিং হোম থেকে মো: শরিফুল ইসলাম সহ আরো অনেকে।সভায় কৃতি শিক্ষার্থী মহসীন মেহবুব ফারুক কে ক্লিনিক সমিতির পক্ষ থেকে সংর্বধনা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
Leave a Reply