ইবি প্রতিনিধি \ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীÿা নিয়ন্ত্রক অফিসের পরীÿা নিয়ন্ত্রক(ভারঃ) মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সোমবার দুপুরে প্রশাসন ভবনের পরীÿা নিয়ন্ত্রকের অফিস কÿে সংশিøষ্ট অফিসের চার কর্মকর্তার অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া। প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া বলেন, বিদায়ী কর্মকর্তাদের পথ ধরে আমাদের কর্মময় জীবনকে পরিচালিত করতে হবে এত করে কর্মের মধ্যে আত্মতৃপ্তি থাকবে এবং রুটি-রুজি হালাল হবে। তিনি বলেন, আজ যারা বিদায় নিচ্ছে আমাদের কাছে থেকে তাদের বিদায়টা আনন্দদায়ক ও পরিতৃপ্তির কারণ আপনাদের মতো কর্মকর্তাদের আমাদের দৈনন্দিন কাজের মধ্যে পেয়েছি। তিনি পরীÿা নিয়ন্ত্রক অফিসের উপস্থিত সকলকে তাদের পদাংক অনুসরন করে বিশ^বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ. কর্মকর্তা সমিতির সভাপতি উপ-রেজিস্ট্রার এটিএম এমদাদুল আলম, উপ-পরীÿা নিয়ন্ত্রক মোহাঃ রবিউল ইসলাম, মোঃ আহসানুল হক হাসান, মোঃ আব্দুল মুইদ বাবুল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান, উপ-রেজিস্ট্রার মীর মোঃ জিলøুর রহমান, বিদায়ী অনুভ’তি নিয়ে বক্তব্য রাখেন উপ-পরীÿা নিয়ন্ত্রক মোঃ ফেরদৌস রহমান, মোঃ আব্দুল হান্নান ও মোঃ হাবিবউলøাহ খান। অনুষ্ঠানে পরীÿা নিয়ন্ত্রক অফিসের সকল ¯Íরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply