আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা চরযাদবপুর নুরানী মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী ফরহানকে শারিরিক নির্যাতনের অভিযোগে শিক্ষক সজিব কে গ্রেফতার করেছে পুলিশ।জানাগেছে,আলমডাঙ্গা উপজেলার চর-যাদবপুর এলাকার দারুল আকরাম নূরানি মাদ্রাসার শিক্ষার্থী আফান রহমান ফারহান (৭) নামের এক ছাত্রকে শারীরিক নির্যাতনের ঘটনায় মামলা করেছে স্বজনরা। বুধবার সন্ধ্যায় শিশুটির বড় ভাই হাফিজ বাদি হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করলে, থানাপুলিশ রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিক্ষক সজিবকে গ্রেফতার করেছে। এ বিষয়ে, ভুক্তভোগী ফারহানের পরিবার জানান, আফান রহমান ফারহান চর-যাদবপুর এলাকার দারুল আকরাম নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। ওই মাদ্রাসার শিক্ষক সজিব পড়াশুনার অজুহাতে মাঝে-মধ্যেই ফারহানকে শারীরিক নির্যাতন করতো । গত মঙ্গলবার সকালে হোম ওয়ার্ক না করায় মাদ্রাসার দোতলায় ক্লাশরুমে শিক্ষক সজিব শিশু ফারহানকে বেত দিয়ে শারীরিক নির্যাতন করে। এতে ফারহান গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ফারহানের স্বজনরা মাদ্রাসা থেকে তাকে উদ্ধার করে হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। ওই ঘটনায় বুধবার সন্ধ্যায় শিশু ফারহানের বড় ভাই হাফিজ বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেন। আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, বুধবার সন্ধ্যায় শিশুর বড় ভাই বাদি হয়ে একটি মামলা করেছেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply