আলমডাঙ্গা প্রতিনিধি ॥ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত থেকে মানুষ ও প্রাণীকুলকে রক্ষায় তাল গাছের বীজ বপণ কার্যক্রমের উদ্ধোধন করেন আলমডাঙ্গা উপজলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। গতকাল সকালে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর হতে বন্ডবিল জিকে খালের দুই ধারে ১,০০০ (একহাজার) পিচ তাল গাছের বীজ বপণ করা হয়।
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে, প্রতি বছরের ন্যায় এ বছরেও কার্যক্রম অব্যাহত রেখেছেন পরিবেশ বান্ধব এ-ই স্বেচ্ছাসেবীগণ। যাদের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, আব্দুল কুদ্দুস সভাপতি শ্রমিকলীগ আলমডাঙ্গা, উপজেলা শাখা, মোঃ বশিরুল আলম সহ সাংগঠনিক সম্পাদক আলমডাঙ্গা প্রেসক্লাব, মোঃ আতিকুর রহমান সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমডাঙ্গা প্রেসক্লাব, মীর ফাহিম মোমিন ফয়সাল আইসিটি বিষয়ক সম্পাদক আলমডাঙ্গা প্রেসক্লাব, মোঃ সাইদুর রহমান সাবেক ব্যাংক কর্মকর্তা, হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম পেশ ইমাম,এক্সচেঞ্জ পাড়া বায়তুন নুর জামে মসজিদ, মোঃ সাহাবুল হক সাধারণ সম্পাদক আলমডাঙ্গা উপজেলা শ্রমিকলীগ।
উদ্বোধনকালে উপজেলার চেয়ারম্যান সাহেব এমন মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে তালগাছের চারা রোপণ শুরু করেছে স্বেচ্ছাসেবীগণ। পাশাপাশি প্রতিটি বাড়িতে দু-চারটি করে তালগাছের বীজ লাগানোর আহ্বান জানান সংশ্লিষ্টদের।
Leave a Reply