আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আমিনুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর আলমডাঙ্গা পৌরসভাধীন নওদা বন্ড বিল ধর্মতলা গ্রামের জনৈক মোঃ কবির হোসেন, পিতা- মীর হাবিবুর রহমান এর মুদি দোকানের সামনে আলমডাঙ্গা হতে ফরিদপুর গামী পাঁকা রাস্তার উপর হতে আসামী ১) মোঃ শাহিন (২৫), পিতা- মোঃ ওহিদুল, সাং- নওদা বন্ডবিল, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে ৫০ (পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
Leave a Reply