আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গার সকলের পরিচিত মুখ কলেজপাড়ার রাজিবুল ইসলাম মিশু আর নেই।গতকাল ভোর ৪টার দিকে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জানা গেছে,বেশ কিছু দিন থেকে মিশু অসুস্থ অবস্থায় চিকিৎসারত ছিল। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে পরিক্ষা নিরিক্ষা করার পর, হার্ডে চর্বি জমায় এবং শরীরে পানি জমে যাওয়ায় তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। দ্রত তাকে এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়,এবং ঢাকা উত্তরা কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল ভোর ৪ টার দিকে হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মিশুর পিতা আবুল কালাম আজাদ কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, আত্মিয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জুম্মা আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে দারুস সালাম কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। তার জানাজায় আলমডাঙ্গার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিল।
Leave a Reply