মনোজিত মন্ডল, খোকসা থেকে ॥ কুষ্টিয়ার খোকসায় মরহুম আব্দুস সাত্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং এর শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল চারটায় সেনগ্রাম গোলাম এন্ড হোসেন স্পোর্টিং ক্লাব এর আয়োজনে সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইমা পেন্টিংএন্ড প্যাকেজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুন্সি একে আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেসকো শংকর কুমার বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান শরিফুল ইসলাম, ডক্টর আব্দুল কুদ্দুস, সঞ্জয় কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক আরিফুল ইসলাম নয়ন, সহ প্রমুখ। উক্ত খেলাটি উদ্বোধন করেন কুষ্টিয়া জজ কোর্টের নারী ও শিশু ট্রাইব্যুনালে সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল।
উদ্বোধনী খেলায় ঝিনাইদহের শৈলকুপা ফুটবল একাদশ ও রাজবাড়ী পাংশা ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ে প্রথমার্ধের ২৩ মিনিটের মাথায় রাজবাড়ী পাংশা ফুটবল একাদশের ১০ নম্বর খেলোয়াড় নাহিদ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধের তেত্রিশ মিনিটের মাথায় ঝিনাইদহ শৈলকুপা ফুটবল একাদশে চার নাম্বার খেলোয়াড় চঞ্চল গোল করে দলকে সমতায় নিয়ে আসে। দ্বিতীয় আর্ধে রাজবাড়ী পাংশা ফুটবল একাদশের ৯ নম্বর খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে রাজবাড়ী পাংশা ফুটবল একাদশ ২-১গোলে ঝিনাইদহ শৈলকুপা ফুটবল একাদশকে পরাজিত করে। রাজবাড়ি পাংশা ফুটবল একাদশ বিজয় ছিনিয়ে নিয়ে তারা সেমিফাইনাল খেলার সুযোগ করে নেয়।
উক্ত খেলাটি পরিচালনায় ছিলেন রফিকুল ইসলাম দিদার।উক্ত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে আগামী আগামী ৮ সেপ্টেম্বর
Leave a Reply