আলমডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গা আলমডাঙ্গা আন্তজেলা ট্রাক ও ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের ১৮৯৫ আঞ্চলিক ০৬ খুলনা আলমডাঙ্গা শাখা কার্যালয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্টানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শাখা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ ওহিদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু। এ সময় প্রধান অতিথি বলেন আমাদের সাথে শ্রমিক ইউনিয়নের একটি আত্মিক সম্পর্ক আছে। যেহেতু পৌরসভার পশুহাট খুলনা বিভাগের সর্ববৃহৎ পশুহাট, সপ্তাহে দুই দিন পশুহাটে শত শত ট্রাক লোড হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে গরু ছাগল মহিষ নিয়ে যাওয়া হয়। এর সাথে অনেক শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমরাও তাদের কাছ থেকে অনেক উপকৃত হই। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে সব সময় আপনাদের পাশে পাবেন। আপনারা দাবি করেছেন বাসস্ট্যান্ডের পাশে যেখানে ময়লা ফেলা হয়, সেখানে ময়লা ফেল্লে দুর্গগ্ধে থাকা যায় না,তাই এখানে ময়লা ফেলা নিশেধ করলে আমরা উপকৃত হব। আপনাদের দাবির সাথে আমিও একমত হয়েছি, তাই,আজ থেকে এই ময়লা আর ফেলা হবে না। একটি মসজিদ নির্মাণের কথা বলেছেন এই বিষয়টি আমি বড় কর্তৃপক্ষের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেব। আপনাদের নতুন কমিটিকে পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, চুয়াডাঙ্গা জেলার ট্রাক ও ট্রাংক লরি সমিতির সাধারণ সম্পাদক ও এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মামুন আর রশিদ মামুন, নির্বাচন কমিশনার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, নির্বাচন কমিশনার আকরাম আলী, আরশাদুল আলম, আব্দুস সেলিম, আখতারুজ্জামান, সিরাজুল ইসলাম,মিনিবাস সমিতির সভাপতি রঞ্জু শেখ,সাধারণ সম্পাদক রানা আহম্মেদ, শ্রমিক ইউনিয়নের সদস্য সাইদুল, আলাউদ্দিন , জনি, নাসিম , সোহেল, আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ মিজানুর , মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ। অভিষেক অনুষ্ঠানের শপথ পাঠ করান, আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু। নব নির্বাচিত কমিটির সভাপতি রিয়াজ উদ্দিনের নেতৃত্বে সহ-সভাপতি হাফিজুর রহমান ও শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মজিবর রহমান, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান,সাংগাঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ-সাংগাঠনিক সম্পাদক মুক্তার আলী,প্রচার সম্পাদক আশরাফুল হক রুবেল, কোষাধ্যক্ষ পদে সেন্টু আলী রুবেল হোসেন, মীর হোসেন, হাসেম আলী, আত্তাব আলী ।
সকল সম্পাদক মন্ডলির সদস্য ও অন্যান্ন সদস্য গন শপথ পাঠ করেন।সভা শেষে সকল শ্রমিক ইউনিয়নের সদস্য ও অতিথি বৃন্দের আপ্যায়নের ব্যাবস্থা করা হয়েছিল। উল্লেখ্য প্রধান অতিথি সভা স্থলে আসলে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়। এবং নব নির্বাচিত কমিটির সকল সদস্য দের অভিষেক অনুষ্ঠানে পৌর মেয়র হাসান কাদির গনু ফুলের মালা দিয়ে সকলকে বরন করেন। এছাড়াও অতিথিদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply