ক্রীড়া প্রতিবেদক ।। ভুটানে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৩ জনের ওই দলে ডাক পেয়েছে তৃতীয় বিভাগের দল স্কাইলার্কের দুই ফুটবলার।
মঙ্গলবার ঘোষিত দলে থাকা ওই দুই ফুটবলার হলো ফরোয়ার্ড আবু সাঈদ ও ডিফেন্ডার ইসমাইল হোসেন। সদ্য শেষ হওয়া তৃতীয় বিভাগে স্কাইলার্ক তৃতীয় অবস্থানে থেকে শেষ করেছে। সেখানে সাঈদ ৭ গোল করেছে।
ভুটানে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ১ সেপ্টেম্বর। আসরে অংশ নেওয়া ছয় দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত ও নেপাল। ‘বি’ গ্রুপে আছে ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান।
সাফের অনূর্ধ্ব-১৬ দলে সাঈদ (হলুদ জার্সি) ওে ইসমাইল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল: গোলরক্ষক: নাহিদুল ইসলাম, আব্দুর রহমান, আলিফ রহমান।
ডিফেন্ডার: আশিকুর রহমান, ইসমাইল হোসেন, আবু রায়হান, দেলোয়ার, ইমাদুল হক, ইমরান খান, সিয়াম অমিত, শেখ সংগ্রাম ও মিঠু চৌধুরী।
মিডফিল্ডার: কামাল মৃধা, আবদুল্লাহ জুনায়েদ চিশতি, আরমান মিয়া ও নাজমুল হুদা (অধিনায়ক)।
ফরোয়ার্ড: আবু সাঈদ, মোহাম্মদ রিপন, মুর্শেদ আলী, এম এইচ মহিবুল্লাহ, মানিক, সালাহ উদ্দিন, সুই মং সিং মারমা।
Leave a Reply