দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আদালতের আদেশ অম্যান্য করে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল মন্ডল ও প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম ওই সকল নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আদালতের আদেশ অমান্য করে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার সচেতন মহল ও গ্রামবাসী। নিয়োগ বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়ে অভিযোগও করেছেন তারা।
এলাকাবাসী ও নিয়োগ বন্ধে আদালতে অভিযোগ দায়েরকারী পাকুড়িয়ার গ্রামের আশরাফুজ্জামান ওরফে আশরাফ মেম্বর ও গোলাম মোস্তফা জানিয়েছেন, দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শুন্যপদে একজনকরে অফিস সহকারী, অফিস সহায়ক, আয়া ও নৈশপ্রহরী পদে নিয়োগের জন্য গত ২ আগষ্ট অপ্রচলিত ও অপ্রচারিত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল মন্ডল একই এলাকার তার নিকট আত্মীয় মো. রাসেল, টুনটুনি খাতুনসহ ৪জনকে নিয়োগ দেওয়ার জন্য তড়িঘিড়ি করে তাদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করেন। একইসাথে নিয়োগ দেওয়া হবে এমন শর্তে তাদের কাছ থেকে অন্তত ৩৫ লক্ষ টাকা নিয়োগ বানিজ্যের অলিখিত চুক্তি করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর পক্ষে পাকুড়িয়ার গ্রামের আশরাফুজ্জামান ওরফে আশরাফ মেম্বর ও গোলাম মোস্তফা নিয়োগ বন্ধে আদালতের স্মরণাপন্ন হোন। নিয়োগ বন্ধের আদেশ চেয়ে তারা গত ১৭ আগষ্ট কুষ্টিয়ার দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে আদালতের বিচারক গত ২০ আগষ্ট কেন নিয়োগ বন্ধ করা যাবেনা এইমর্মে ব্যাখ্যা চেয়ে ২১কার্য দিবসের মধ্যে আদালতে হাজির হয়ে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল মন্ডল ও প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে জবাব দেওয়ার আদেশ দেন। আদেশ প্রাপ্তির পরও তারা তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য গতকাল শনিবার ছুটির দিন নিয়োগ প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন এবং এবছর হজ্বপালন করে আসা দুর্নীতি পরায়ন দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেকের মাধ্যমে নিয়োগ বোর্ডের প্রতিনিধিও চুড়ান্ত করেন।
আদালতের আদেশ অমান্য করে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল মন্ডল ও প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম তড়িঘড়ি করে বিপুল অংকের অর্থের বিনিময়ে তাদের নিকট আত্মীয় ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়োগ বন্ধে তারা সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে ফোন দেওয়া হলে তিনি বলেন, আদালতে ম্যানিজিং কমিটি অবৈধ মর্মে একটি মামলা চলমান আছে। আদালত কারন দর্শানোর নোটিশ দিয়েছেন এবং ২১ কার্য দিবস সময় দিয়েছেন। আমরা আইনজীবির মাধ্যমে তার ব্যাখ্যা দিব। তবে নিয়োগের বিষয়ে আমরা উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে তাদের নির্দেশনা অনুযায়ী নিয়োগ কার্যক্রম চলামান রাখবো বলে জানান তিনি।
এ বিষয়ে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল মন্ডল বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে আমি জানি। কিন্তু নিয়োগ দেওয়া কিংবা পরীক্ষা নেওয়ার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সব জানে আমি কিছু জানিনা বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে রেবেকা পারভীন নামে একজন মহিলা অভিভাবক সদস্য পরাজিত হয়েও ভোট জালিয়াতির মাধ্যমে তাকে অভিভাবক সদস্য নির্বাচিত করেছেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মো. জয়নাল মন্ডল ও প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। এলাকাবাসীর এমন অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
Leave a Reply