এম আনোয়ার হোসেন নিশি ॥ কুষ্টিয়ার মিরপুরে মটর সাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম নমো (৬৮) নিহত হয়েছে। তার বাড়ি মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড যুগিপোল মহল্লার সুকটা কবিরাজের পুত্র নজরুল ইসলাম নমো কবিরাজ। সূত্রে জানান কুষ্টিযা-মেহেরপুর সড়কের যোগীপোল মসজিদের পাশে শনিবার বেলা সাড়ে ১১ টার সময় তার নিজ বাড়ি যাওয়ার জন্য রাস্তা পাড়াপাড়ের সময় মটর সাইকেলে ধাক্কা লেগে পড়ে যায়, এ সময় চলন্ত অটো রিকসার ও সজোরে ধাক্কা দিলে মারাত্বক আহত হয়। তাৎক্ষনিক লোকজন এসে মিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত ডাত্তার প্রাথমিক চিকিৎসা প্রদার করেন এবং রোগীর অবস্থার অবন্নতি হলে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করেন । সেখানে নজরুল ইসলাম নমোর মৃত্যু হয় বলে জানাগেলে। তিনি ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। লাশ ময়না তদন্ত শেষে দাফন হবে বলে জানাগেছে।
Leave a Reply