আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় ১০ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলশুটিং ও মেইনটেইন্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সকালে তথ্য ও যোগাযোগ প্রযিক্তি অধিদপ্তরের আলমডাঙ্গার সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান এরশাদপুর অ্যাকাডেমির শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ১০ দিন করে তিন পর্যায়ে মোট ৬৮ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেবেন। ডিজিটাল ল্যাব পরিচালনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সারা দেশে শেখ রাসেল ডিজিটাল ল্যাবপ্রাপ্ত প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ জন করে শিক্ষক এ প্রশিক্ষণ পাচ্ছেন। খুলনা বিভাগে জেভি অব স্ট্যান্ডার্ড টেকনোলজিস্ট লি:,কিউ ওয়াই এস নেটওয়ার্কিং এন্ড সলুশন লি: এন্ড লাইনার টেকনোলজিস লি: এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষক এমদাদ হোসেনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এরশাদপুর অ্যাকাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম, কিউ ওয়াই এস নেটওয়ার্কিং এন্ড সলুশন লি: এন্ড লাইনার টেকনোলজিস লিমিটেডের চিফ অপারেশন অফিসার মোশারফ হোসেন খান, জেলা কো-অর্ডিনেটর মাহমুদ হাসান ও প্রশিক্ষক মীর ফাহিম ফয়সাল। এ সময় বক্তারা বলেন, এই প্রশিক্ষণে দেশে স্মার্ট শিক্ষক তৈরি হবে। যাদের হাত ধরে আগামি প্রজন্ম শুধুমাত্র বাংলাদেশেই না, সারা বিশ্বে তথ্য প্রযুক্তি খাতে নেতৃত্ব দেবে।
Leave a Reply