মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামে পুকুর থেকে রাজিয়া খাতুন সুমি (২৭) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমি কৃষ্ণপুর গ্রামের সাতমাইল এলাকার রকিবুলের স্ত্রী। শুক্রবার সকালের দিকে নিজ বাড়ীর পুকুর হতে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার সকালে মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়ীর পেছনের পুকুর থেকে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধু সুমির মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের কিছু জায়গাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর পুকুরে ফেলে দেয়া হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী রকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় সুমির মোবাইল ফোনে একটি রিং আসে, তখন সুমি ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে শয়ন কক্ষ থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় পার হওয়ার পরেও সুমি ঘরে না ফিরে আসায় তখন তার স্বামী পরিবারের অন্য লোকজন সাথে নিয়ে বাড়ীর আশে পাশে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে রাত ১টা পর্যন্ত খূঁজে যখন না পাই তখন তারা খোঁজাখুজি বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সকালে ভূক্তভোগী পরিবার বাড়ী সংলগ্ন পুকুরে সুমির মরদেহ দেখতে পাই। স্বামী রকিবুলের ভাষ্যমতে পুলিশ সন্দেহভাজন প্রতিবেশী নজরুল ইসলাম (৩৭) ও তার স্ত্রী শাহেরা খাতুন (৩৪) কে এ ঘটনায় জড়িত থাকার দায়ে আটক করেছে। তবে এই হত্যাকান্ডে জড়িত অপরাধী ও মূল বিষয়টি’র কারণ জানতে কাজ করছে পুলিশ।
Leave a Reply