আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর কিসিঞ্জার চাকমার সংবর্ধনা ও আলোচনা, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক ড, কিসিঞ্জার চাকমা। তিনি বলেন জেলা সহ সকল উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা চেষ্টা করবো এই চুয়াডাঙ্গা জেলাকে এগিয়ে নিতে।তিনি আরো বলেন, জেলা প্রশাসকের কাজের নানান ক্ষেত্র রয়েছে। সরকারের উন্নয়ন ও সেবার কাজগুলো সমন্বয় সাধন করা এবং এগুলো আবার সরকারের উচ্চমহলে অবহিত করা। রাজস্ব আদায়েও আমরা কাজ করে থাকি। রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সেবা প্রদানের ব্যয় নির্বাহ করে থাকে। তাই অভ্যন্তরীণ রাজস্ব ব্যবস্থা সুসংহত করার মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি সরকারি ব্যয় নির্বাহ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে কাজ করতে হয়। জেলা প্রশাসক আরও বলেন, বাংলাদেশ মাদকের উৎপাদনকারী দেশ না হলেও মাদকের ব্যবহার বেশি হয়ে থাকে। মাদকের জন্য খুবই ঝুকিপূর্ণ আমাদের দেশ। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের একার পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ভূমিকা রয়েছে। পাশাপাশি অবিভাবকেদেরও গুরুত্বও রয়েছে অনেক। সন্তানদের খোঁজ খবর রাখতে হবে। ডিসি অফিস ফেসবুক ব্যবহার করে নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র এবং জনগণ সরকারের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করছে সাংবাদিকরা। স্মার্ট ফোন হাতে নিয়ে এখন অসত্য তথ্য গুজব আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই গুজবের কারণে দাঙ্গা ও সৃষ্টি হতে পারে। তাই সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক তথ্য সরবরাহের জন্য অনুরোধ জানান তিনি। এসময় আলমডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দরাও পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদের গণু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদ, থানার ওসি (তদন্ত) একরামুল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকৌশলী আরিফউদ্দোলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রশিদ, কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সার সমিতির প্রতিনিধি হাজী রফিকুল ইসলাম, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমূখ।এর আগে জেলা প্রশাসক উপজেলায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন,উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এখান থেকে জেলা প্রশাসক আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ পরিদর্শনে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোনায়েম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান,প্রভাষক ড,মাহবুবুর রহমান, শরিয়ত উল্লাহ, আব্দুল হাই, তাপস রশিদ প্রমুখ। এখান থেকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে প্রধান শিক্ষক হারেজ উদ্দিন সহ সকল শিক্ষক মন্ডলি ফুলেল শুভেচ্ছা জানান,আলমডাঙ্গা থানায় পৌছালে ওসি বিপ্লব কুমার দাস, ওসি তদন্ত,ওসি অপারেশন সকলে ফুলেল শুভেচ্ছা জানান এবং কালিদাসপুর ইউনিয়ন ভুমি অফিসে পৌছালে ইউনিয়ন ভুমি কর্মকর্তা এবং উপজেলা সহকারি কমিশনার ভুমি জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply