আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা বারাদী ইউনিয়নে বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সামসুল আবেদীন খোকন মিঞার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৈকালে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা ১ আসনের আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসেবে এই গনসংযোগের আয়োজন করা হয়। এই গন সংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ,চুয়াডাঙ্গা কৃষকলীগের সহসভাপতি দীপক,আলমডাঙ্গা পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হক বাবু,হারদী ইউপি সদস্য টিপু,বারাদী আওয়ামী লীগের নেতা মাসুম বিল্লাহ, হারদী যুবলীগ নেতা রুবেল,ছাত্রলীগ নেতা আশিক,সাব্বির,তপু, প্রমুখ।
এই গন সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি সামসুল আবেদীন খোকন বলেন বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মাঝি জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে।চুয়াডাঙ্গা ১ আসনে যেই নৌকার মাঝি হোক না কেন আমরা তাকেই বিপুল ভোটে জয়যুক্ত করবো।
Leave a Reply