1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 7:47 pm

কুমারখালীতে প্রেম করে কিশোর-কিশোরীর বিয়ে, পরে তালাক দেওয়ায় বাড়িতে হামলা, লুটপাট

  • প্রকাশিত সময় Wednesday, August 16, 2023
  • 130 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক \  একই বিদ্যালয়ে পড়াশুনার সুবাদে এক কিশোর-কিশোরী প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একজনের বয়স ১৬ বছর, অন্যজনের ১৫। একপর্যায়ে জন্মনিবন্ধন সনদ জাল করে নোটারি পাবলিক করে আদালতের মাধ্যমে বিয়ে করে তারা। বিয়ের মাত্র তিন মাসের মাথায় বনিবনা না হওয়ায় কিশোরকে তালাক দিয়েছে ওই কিশোরী।

তালাক দেওয়ার পর থেকেই ওই কিশোরীকে পথেঘাটে উত্ত্যক্ত করতে থাকে কিশোর। এ নিয়ে দুই পরিবারে মধ্যে বিরোধ দেখা যায়। সেই বিরোধের জেরে কিশোরীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহম্মদপুর গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ওই কিশোর, তার মা, বাবাসহ পাঁচজনের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা। বিকেলে সরেজমিন কিশোরীর বাড়িতে দেখা যায়, টিনের বেড়া, ফ্রিজ, সেলাই মেশিনে ভাঙচুরের ক্ষতচিহ্ন। এলোমেলো ঘরের আসবাবপত্র।

এ সময় কিশোরী বলে, ‘প্রেম করে গত ১২ রমজানে আমাদের কোর্টের মাধ্যমে বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে আমার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন খুব মারধর করতো। সেজন্য গত ৩১ জুলাই আমি ডিভোর্স দিয়েছি। তবুও ও (স্বামী) পথেঘাটে খুব বিরক্ত করে। বিভিন্ন হুমকি দিয়ে আসছে।’

কিশোরীর বাবা বলেন, তালাক দেওয়ার কারণে ছেলেপক্ষ তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া, ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছে। তিনি সুষ্ঠু বিচারের আশায় ইউএনও কার্যালয় ও থানায় লিখিত অভিযোগ করেছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে কিশোরের বাবা বলেন, ‘ছেলে-মেয়ে নিজেরাই বিয়ে করেছিল। পরে মেয়েই আবার তালাক দিয়েছে। তবে আমরা কারও বাড়িতে হামলা ও লুটপাট করিনি।’ কুমারখালী ইউএনও (ভারপ্রাপ্ত) আমির“ল আরাফাত বলেন, প্রেমের জেরে আইনবহির্ভূত বিয়ে ও তালাকের ঘটনাকে কেন্দ্র করে হামলার ও লুটপাটের অভিযোগ তিনি পেয়েছেন। এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640