ইবি প্রতিনিধি \ ইবি শিক্ষার্থীর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যব¯’াপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার ‘রহস্যজনক’ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সমন্বয়ে গঠিত ‘বন্ধন-৩২’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘শিক্ষার্থীদের হাতে বিভাগীয় তদন্ত চাই, ছাদ থেকে পড়ে গেল? নাকি ফেলে দিল, আত্মহত্যা নাকি হত্যা, আমার বোন হত্যার বিচার চাই’সহ বিভিন্ন ফেস্টুন দেখা যায়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান, আইন ও ভূমি ব্যব¯’াপনা বিভাগের সভাপতি শাহিদা আখতারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মখলেচুর রহমান সুইট বলেন, ‘নওরীনের মৃত্যু আমাদের মনে অনেক প্রশ্ন তুলেছে। এর আগে ফোকলোর স্টাডিজ বিভাগের নিশাত নামের এক শিক্ষার্থীকে স্বামীর পরিবার থেকে হত্যা করা হয়েছিল। সেটার বিচারও আমরা পাইনি। নিশাতের পর নওরীন। আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।’
বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যব¯’াপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহিদা আখতার বলেন, ‘নওরীনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। নওরীনের মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত সহজভাবে মেনে নিতে পারেনি। নওরীন নুসরাত ছিল বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি, যারা তাকে অনুসরণ করত। নওরীনের নুসরাতের এ মৃত্যু আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি বলে আমরা বারবার পথে নেমে আসছি, সঠিক তদন্তের দাবি জানা”িছ।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘নওরীনের মৃত্যুর বিষয়ে অনেক তথ্য আসছে। আমরা তো অন্যায় কিছু আবদার করছি না। আমরা চা”িছ কী ঘটেছিল, সেটা বেরিয়ে আসুক। হত্যা বা আত্মহত্যা যা-ই হোক। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
প্রসঙ্গত, বিয়ের মাস না পেরোতেই ৮ আগস্ট স্বামীর বাসার ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যান নওরীন। এরও আগে গত ২১ জুলাই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply