আলমডাঙ্গা প্রতিনিধি \ আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু এদেশের দুখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে শোক সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। এসময় তিনি বলেন,আগামী ১৫ আগষ্ট বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ তার পরিবারের সকলকে খুনি ঘাতকরা হত্যা করেছিল। খুনিরা মনে করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলে আওয়ামীলীগ তথা মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল দল শেষ হয়ে যাবে, কিন্ত খুনিরা জানে না জীবিত বঙ্গবন্ধু না থাকলেও বাংলাদেশের ঘরে ঘরে আজ বঙ্গবন্ধুর জন্ম হযেছে। তিনি বলেন বঙ্গবন্ধু এদেশের দুখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন বলেই তাকে হত্যা করেছিল ৭৫ এর খুনিরা। তারা জানত বঙ্গবন্ধু জীবিত থাকলে এদেশ ক্ষুধা মুক্ত,দারীদ্র মুক্ত হয়ে যাবে, তার স্বপ্ন ছিল দেশের সকল মানুষের অন্ন,বস্ত্র সহ সকলের মুখে হাসি ফোটানো। কিন্ত খুনিরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেন নি। তিনি বলেন, ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে যেমন মীর জাফর হত্যা করেছিল,৭৫ সালে নব্যমীরজাফর খন্দকার মোস্তাকের নেতৃত্বে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে হত্যা করা হয়েছিল।স্বাধীনতা বিরোধীরা ঐ খুনিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই হত্যা যজ্ঞে অংশ নেন,জাতিয় বেঈমান খুনি মেজর জিয়া সেদিন বঙ্গবন্ধুর হত্যার সাথে সরাসরি জড়িত ছিল বলেই বঙ্গবন্ধুর সকল খুনিদের বাঁচাতে ইন্ডেমিনিটি পাশ করেছিলেন।
তিনি আরও বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল পথভ্রষ্ট সেনা কর্মকর্তা ও নব্য মীর জাফর খন্দকার মোস্তাক আহমেদ,মেজর জিয়া সহ মেইমানদের ষড়যন্ত্রে সেদিন বঙ্গবন্ধু সহ পরিবারের সকলকে বুলেটের আঘাতে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। দীর্ঘ ৩৮/৪০ বছর পর খুনিদের বিচারের মাধ্যমে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে খুনিদের হত্যা করা হয়েছিল। তবে এখনও বেশ কয়েকজন খুনি বিভিন্ন দেশে পালিয়ে আছে তাদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। বঙ্গবন্ধু খুনিরা ও যুদ্ধপরাধীরা একত্রিত হয়ে আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ১৫ আগষ্টের পুনঃরাবৃত্তি করতে চাচ্ছে,কিন্তু খুনির দল জানে না এটা ১৯৭৫ সাল নয়, বঙ্গবন্ধু কন্যা জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের কাছে সম্মানের যায়গায় পৌছেছে। আমরা উন্নয়ন শীল দেশ হিসেবে পরিচিত।বাংলাদেশকে রোল মডেল হিসেবে বহু সুনাম করেছ।এখন স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করা হচ্ছে, ইনশাল্লাহ বাংলাদেশকে ১৯৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।আপনারা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন,যেন আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগ তথা নৌকা মার্কাকে বিজয়ী করতে পারি। তিনি বলেন মৌসুমি পাখিদের হঠাৎ রাজনৈতিক অঙ্গনে বেশ ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে,যারা গ্রাম চেনে না, রাস্তার নাম, কর্মীর নাম জানে না, তাদের থেকে সাবধান থাকবেন,তাদের একটা ছাতি পেয়ে আপনারা এত বছরের কথা ভুলে যাবেন না,আমরা দীর্ঘবছরের পরিক্ষীত সৈনিক,ক্ষমতা থাকলেও আপনাদের পাশে আছি, না থাকলেও আছি। আপনাদের পাশে ছিলাম,থাকব।আপনারা ১৫ আগষ্ট শোককে শক্তিতে রুপান্তরিত করে আমাদের এগিয়ে যেতে হবে। শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস,বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সিরাজুল ইসলাম, সাবেক জেলা সদস্য নুরুল ইসলাম,শাহ আলম। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর আওয়ামীলীগের সহসভাপতি,আমিনুল হক অপু মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ২নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন,৩নং ওয়ার্ড সভাপতি কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, ৪ নং সভাপতি পরিমল কুমার কালু ঘোষ,৫ নং সভাপতি সিরাজুল ইসলাম, ৭ নং সভাপতি দেলোয়ার হোসেন, ৯নং সভাপতি শহিদুল হক মোল্লা, মাসুদ রানা তুহিন,উৎপল , সাবেক যুবলীগ নেতা সাজ্জাদুল হক স্বপন, আবু ছিদ্দিকী টগর, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, সৈকত খান, মিরাজুল ইসলাম, রঞ্জু মিয়া, মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিদা সিরাজ,কাউন্সিলর রাবেয়া খাতুন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক,পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, সম্পাদক তমাল, সৈয়কত, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, নাজিম, রাহুল, মশিউর, পলাশ, শিহাব প্রমুখ। এছাড়াও আলমডাঙ্গার নব নির্বাচিত শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, সম্পাদক মজিবর রহমান, সহ সকল সদস্য বৃন্দ, শ্রমিক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সম্পাদক শাহাবুল ইসলাম প্রমূখ।
Leave a Reply