দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শীর্ষ মাদক স¤্রাট মাহবুবুর রহমান জ্যোতি (৫৫) ও রিনা খাতুন (৪০) নামে ২জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মাদক ব্যবসায়ীরা দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের মতিউর রহমানের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান জ্যোতি ও একই গ্রামের আলী হোসেনের মেয়ে রিনা খাতুন। কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন জানান, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ দৌলতপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক স¤্রাট মাহবুবুর রহমান জ্যোতি এবং রিনা খাতুনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আটক মাদক ব্যবসায়ীদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য মাদক সম্রাট মাহবুবুর রহমান জ্যোতির বিরুদ্ধে দৌলতপুর, ভেড়ামারা ও কুষ্টিয়া সদর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মাদকের মামলা রয়েছে।
Leave a Reply