কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মঈনুল হোসেন মহিনকে বে¬ড দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শামীমা (৩৬) নামে এক নারীর বিরুদ্ধে। আহত মঈনুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শামীমাকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের বিপরীত পাশের গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সেলিম হোসেন। অভিযুক্ত শামীমা কুষ্টিয়ার ভেড়ামারার মধ্য বাজার এলাকার আবু বক্করের মেয়ে। ভুক্তাভোগী মঈনুলের বাড়ি কুষ্টিয়া বড় আইলছাড়ার দক্ষিণ পাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৪টা থেকে ক্যাম্পাসের প্রশাসন ভবন সংলগ্ন আমবাগান এলাকায় ওই ব্যাংক কর্মকর্তা অভিযুক্ত নারীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। একপর্যায়ে তাদের উভয়ের মাঝে বাগবিতণ্ডা হয়। পরে ওই নারী ব্যাংক কর্মকর্তার গলায় ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। পরে প্রধান ফটকের সামনে থাকা লোকজন কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেন। পরে নিরাপত্তা কর্মকর্তারা তাকে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে তুলে দেন। তবে এ সময় ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির কেউ উপস্থিত ছিলেন না। এদিকে ওই কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। ওই কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া নার্স মমতাজ বলেন, তিনি রক্তাক্ত অবস্থায় মেডিকেলে আসেন। আমরা অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক গলায় ব্যান্ডেজ করে কুষ্টিয়া পাঠিয়ে দিয়েছি। তবে তার শ্বাসনালী কাটেনি। বে¬ড দিয়ে গলা কাটা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ছুরিকাঘাতের বিষয়টি অস্বীকার করেছেন ওই নারী। শামীমা দাবি করেন– ওই ব্যাংক কর্মকর্তা তাকে হত্যাচেষ্টা করলে তিনি ঠেকাতে যান। তার হাতেও কাটা দাগ ও জামা কাপড়ে রক্তের দাগ রয়েছে। তবে তিনি কাপড়ে নিজেই রক্তের দাগ লাগিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ওই নারীর দাবি, বিয়ে করে ২০২১ সালের ৪ এপ্রিল ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ভালোবেসে ওই নারীকে বিয়ে করেন। কিন্তু ওই কর্মকর্তা তাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানান। দীর্ঘদিন যাবত তাকে অবহেলা করে আসছিল। এ দ্বন্দ্বের জের ধরে আজ দীর্ঘ সময় তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীকে হত্যাচেষ্টা করতে গেলে উল্টো ওই কর্মকর্তার গলায় লেগে কেটে যায়। নিরাপত্তা কর্মকর্তা সেলিম হোসেন বলেন, মইনুল গেট দিয়ে বের হতেই তার গলায় জবাই করার মতো ছুরি টেনেছেন ওই নারী। মইনুল মারাত্মক আহত হয়েছেন। আল¬াহ রহম করলে হয়ত বাঁচতে পারেন। ওই নারী ক্যাম্পাসের পার্শ্ববর্তী বিত্তিপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তার বিরুদ্ধে হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করতে পারে। ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ¬ব বলেন, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। অগ্রণী ব্যাংক ইবি শাখার ম্যানেজার হাসিবুজ্জামান বলেন, ওই কর্মকর্তার স্ত্রী থানায় এসে মামলা করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৫ আগস্টের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি। এছাড়াও বিভিন্ন মিটিং ছিল। এজন্য ওখানে আসতে পারিনি।
Leave a Reply