xআলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় আগষ্টে শোকের মাসে মহিলা সমাবেশে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা হারদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়। হারদী ইউনিয়নের প্রবীন ব্যাক্তিত্ব ও কাটাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য ডায়মন্ড ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠা চেয়ারম্যান দিলীপ আগরওয়ালা। বিশেষ অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, চিৎলা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।গ্রামের অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও রাইচ ক্রোকার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বাংলাদেশের উন্নয়নে নারীর ভূমিকা অপরিসীম। একটা স্মার্ট মা একমাত্র একটি সুসন্তান উপহার দিতে পারে। তাই মায়েদের জন্য জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হলে নৌকায় ভোট দিতে হবে।
Leave a Reply