আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪৩(তেতাল্লিশ ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ১জন।জানাগেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান মিন্টু সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদী বাজারস্থ জনৈক মোঃ জিয়া মীরের ফলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে হারদী চেয়ারম্যান পাড়ার মোঃ আজিজুল হকের ছেলে মোঃ শামীম আলী (২৫) কে ৪৩ (তেতাল্লিশ ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply