ওলি ইসলাম, ভেড়ামারা ॥ গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মহাশ্মশানে সন্ত্রাসী হামলায় নিহত ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকের অন্তোষ্টিক্রিয়া ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুষ্ঠু ভাবে সৎকাজ সম্পন্ন করা হয়েছে। অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়মারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হক, ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, ভেড়ামারা পৌরসভার কাউন্সিলর সোলায়মান মাস্টার, বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটি ও কুষ্টিয়া জেলা সিএনজির মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক সোলাইমান চিশতী, সনাতন ধর্মের লোকজন, নিহতের আত্মীয়-স্বজন, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ নানা ধর্ম ও বর্ণের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।
Leave a Reply