কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে বিদ্যালয়ে এক শিক্ষকের ছাত্রীর বিরুদ্ধে সিগারেট খাওয়ার অভিযোগ। ফেসবুকে ভাইরালের হুমকি। অপবাদ সইতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা। গতকাল কয়া মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ওই স্কুল ছাত্রীর নাম জিনিয়া খাতুন (১৪)। সে কয়া সুলতানপুর গ্রামের মোঃ জিল্লু শেখের কন্যা।
জানা যায়, ঘটনার দিন দুপর বেলা সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেনীর ছাত্রী নিহত জিনিয়া খাতুনসহ কয়েকজন সহপাঠি ক্লাসের বাইরে গল্প করছিল। এ সময় জনৈক শিক্ষক শ্রেনী কক্ষে এসে তাদের না পেয়ে শ্রেনী কক্ষে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের জানতে চাইলে তারা জানায়, ওরা বাইরে। এ ঘটনার পর বিদ্যালয়ের বাংলার শিক্ষক লাল্টু, আইসিটি বিভাগের শিক্ষক ওলিউর রহমান, বিউটিসহ কয়েকজন শিক্ষক জিনিয়াসহ দুইজনকে ডেকে নিয়ে শিক্ষক মিলনায়তনে তাদের বিরুদ্ধে সিগারেট খাওয়ার অভিযোগ করে। এবং এ সময় তাদের দাঁড় করিয়ে ভিডিও করে এবং তা ফেসবুকে ভাইরাল করার হুমকি প্রদান করে। অনেক অনুনয়, বিনয় করার পরও ওই শিক্ষকগণ তা মানতে নারাজ। এ অবস্থায় জিনিয়াসহ ওই দুই ছাত্রী শ্রেনী কক্ষে ফিরে আসে। পরে বাড়ী ফিরে জিনিয়া গলাই দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বাড়ীর লোকজন টের পেয়ে তাদের গুরুতর আহত অবস্থায় প্রথমে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে নিয়ে আসলে বিকেল সাড়ে ৫টার দিকে জিনিয়া খাতুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অপর এক সহপাঠি নদীতে ঝাপ দিতে গেলে তাকেও এলাকাবাসী উদ্ধার করে। এ ব্যাপারে নিহত জিনিয়ার নানা ইউপি সদস্য গাজির উদ্দিন জানান, আমার নাতির বিরুদ্ধে এমন অপবাদ কখনও শোনা যায়নি। তার পরও শিক্ষকরা তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে কিন্তু ফেসবুকে ভাইরালের হুমকি দেয়ায় অপমানের কথা চিন্তা করে আত্মহত্যা করে। তিনি এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। জিনিয়ার মামা ওই শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ উল্লেখ্য করে বলেন, ওই শিক্ষকরা এর আগেও অনেক অপকর্ম করেছে। তিনি জানান, শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের শাসন করবে এটা স্বাভাবিক। কিন্তু ফেসবুকে ভাইরাল করার হুমকি দেয়াটা ঠিক হয়নি। এ কথায় তারা অপমান বোধ করেছে এবং আত্মহত্যার পথ বেছে নেয়। তিনিও এর দৃষ্টান্তুমুলক শাস্তির দাবী জানান। কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সাথে। তিনি এ সব বিষয় কিছুই জানেন না বলে জানিয়েছেন। বিদ্যালয়ে যেয়ে সব কিছু জেনে পরে জানাবেন। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল ইসলাম স্বপন জানান, আমি জানতে পেরেছি। ওই ছাত্রীরা নাকি সিগারেট খেত। বিদ্যালয় চলাকালীন সময়ে তাদের শ্রেনী কক্ষে না পেয়ে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে তাদের ডাকা হয়। এবং তাদের বিরুদ্ধে সিগারেট খাওয়ার অভিযোগ করে তাদের শাসিয়ে দেয়া হয়। কিন্তু ফেসবুকের বিষয়টি আমার জানা নেই। তিনি জানান, আমি বিদ্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করে ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। বিষয়টি নিশ্চিত করে কুমারখালীর থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান, এ ঘটনায় একজন অফিসারকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply