দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ওয়ার্ড জাসদের কর্মী সভা ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড জাসদের কর্মী সভা ও কমিটি গঠন করা হয়। আমিরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আহমেদ নয়ন, মরিচা ইউনিয়ন জাসদের সভাপতি প্রভাষক শফিউল ইসলাম হানিফ, সহ-সভাপতি মকলেছুর রহমান, আব্দুর রশিদ সর্দার, মাধব ফকির, মুহিদুল ইসলাম, মিন্টু মোল্লাসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ। সভা শেষে আমিরুল ইসলামকে সভাপতি ও ইজাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট তৃ-বার্ষিক কমিটি গঠন করা হয়।
Leave a Reply