কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মুলের কার্যকর উপায়” প্রতিপাদ্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কুমারখালী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার। বক্তব্য রাখেন, কবি ও নাট্যকার লিটন আব্বাস, সরকারী কলেজের প্রভাষক মালা পাল, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জিএম মাহবুব, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক হাবীব চৌহান, প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক আরিফুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় দল ও এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় দল অংশগ্রহণ করে। দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় দল বিজয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী ও বিচারকের দায়িত্ব পালন করেন, কবি ও নাট্যকার লিটন আব্বাস, সরকারী কলেজের প্রভাষক মালা পাল, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জিএম মাহবুব। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় সরকারী কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply