ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামানিককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুই কর্মী আহত হয়। বুধবার রাত ১১ টার দিকে ভেড়ামারা উপজেলার গোডাউন মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১ টায় বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় এক ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধসহ বাজারের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা হুশিয়ারি দিয়ে বলেন, ঘটনায়ব্যবহৃত আগ্নেয় অস্ত্র বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে উদ্ধার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আহত সঞ্জয় কুমার প্রামাণিক পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ওই এলাকার দুলাল চন্দ্র প্রামানিকের ছেলে। এদিকে এ ঘটনায় রাতেই কাচারি পাড়া এলাকার মৃত মেজর হোসেনের ছেলে ও জাতীয় যুবজোট জাসদের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) দলীয় কর্মকাণ্ড শেষ করে বাড়ি ফিরছিলেন। বাসায় ঢোকার পথে আগে থেকে সেখানে অবস্থান করা ২৫ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত সঞ্জয় প্রামানিক কে লক্ষ্য করে গুলি চালায় এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। সঞ্জয় কুমার প্রামানিকের পায়ে গুলি করাসহ মাথা ও শরীরের বিভিন্ন অংশে রামদার আঘাতে মারাত্মক যখম করা হয়েছে বলে তার স্বজন ও দলীয় নেতারা জানান। ঘটনার সময় সঙ্গে থাকা রিপন হোসেন ও শ্যামল সরদার নামে দুই কর্মী বাঁধা দিতে গেলে তাদেরকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা সঞ্জয় সহ তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আহতরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামানিকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ভেড়ামারা উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলাইমান মাস্টার বলেন, হামলার নেতৃত্ব দেওয়া মোস্তাফিজুর রহমান শোভন একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এ পর্যন্ত বহুজনকে জখম করেছে। আগামী দুর্গা পুজা উদযাপনে মেলার মাঠ দখল নিতে হিন্দু সাম্প্রদায়ের বাড়িতে হামলা চালায় এই শোভন ও তার ক্যডার বাহিনী। তিনি বলেন, আমাদের দলের নেতা সঞ্জয় প্রামানিক এর প্রতিবাদ জানাই। এই আক্রোশে রাতের আধারে সঞ্জয় প্রামাণিককে গুলি করাসহ কুপিয়ে জখম করা হয়েছে। অস্ত্র উদ্ধার সহ সব আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এর ব্যত্যয় হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আহৃতের স্বজন ও দলীয় নেতাকর্মীদের দাবী সঞ্জয়কে গুলি করা হয়েছে। এ বিষয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের মাথায় ও পায়ে যখম প্রাপ্ত হয়েছেন। তবে গুলির বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি। পরে বলা যাবে বলে জানান। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মোস্তাফিজুর রহমান শোভন নামে একজনকে আটক করা হয়েছে। তবে গুলি করার বিষয়টি এখনও নিশ্চিত নয়। শহরে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
Leave a Reply