দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান, মহিষকুন্ডি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাসদ নেতা কুদরত-ই-খোদার ১১তম মৃত্যুবার্ষিকী স্বরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত মোড়ে এ স্মরণ সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণপুর ইউনিয়ন জাসদের সভাপতি আলিমুদ্দিনে সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির জনসংযোগ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন। স্মরণ সভায় উপস্থিত ছিলেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল হক, দৌলতপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নান্নু মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, মেহেদী হাসান, জাসদ নেতা আব্দুল আজিজ, সোহেল আহমেদ নয়ন, মামুনুর রশিদ মেম্বর ও মিরাজ মালিথা প্রমুখ। সভা পরিচালনা করেন দৌলতপুর উপজেলা যুবজোটের সভাপতি চাঁদ মহম্মদ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply