কাগজ প্রতিবেদক ॥ ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক সহ তিনজনের উপর হামলার
ঘটনা ঘটেছে। গতকাল আনুমানিক রাত ১১ টার দিকে ভেড়ামারা উপজেলার গোডাউন মোড়
এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, গতকাল রাতে ভেড়ামারা উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) দলীয় মিটিং শেষ করে
বাড়ি ফেরার পথে গোডাউন মোড় এলাকায় পৌছালে আগে থেকে ওত পেতে থাকা ৩০ থেকে
৪০ জন সন্ত্রাসী আগ্নেঅস্ত্র ও রামদা দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময়
সন্ত্রাসীদের হামলায় ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয়
কুমার প্রামানিকের পায়ে গুলি ও মাথায় মারাত্বক যখম হয় । এসময় বেলাল
হোসেন(৩৬) ও শ্যামল সরদার নামে আরও দুই কর্মী আহয় হয়। বর্তমানে আহতরা ২৫০
শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন । এর মধ্যে
ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিকের
অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল
ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন
করা হচ্ছে। খুব দ্রুত অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
Leave a Reply