আলমডাঙ্গা প্রতিবেদক ।। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তার প্রতিনিধি ডাক্তার নাজনিল সুলতানা, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, কৃষি কর্মকর্তা রেহানা পারভীন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা প্রকৌশলী আসিফুদৌলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, বিআরডিবি কর্মকর্তা সাইলা শারমিন,ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, পল্লী বিদ্যুতের ডি জি এম আবু হাসান, আলমডাঙ্গা জামে মসজিদের ইমাম মাসুদ কামাল প্রমূখ।
Leave a Reply