কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরের নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সভাসোমবার গতকাল বিকালে নওয়াপাড়া বাজারের যাত্রী ছাউনির সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজারের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী দিনের পরিকল্পনা পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া বাজার কমিটির কার্যকরী সভাপতি ও নওয়াপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ মাসুদুল হক খান মাসুদ, সহ-সভাপতি মুকুল হোসেন মন্ডল,সাবেক কমিশনার ও বাজার কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন। ফুলবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার ইসমাইল গাজী, আয়নাল হোসেন সহ বাজার কমিটির নেতৃবৃন্দ। এ সময় নওয়াপাড়া,কৃষ্ণপুর,শিমুলিয়া গ্রামের প্রচুর জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নওপাড়া বাজার কমিটির সুযোগ্য সভাপতি জননেতা আতাহার আলী বলেন-একটা সময় নওয়াপাড়া বাজার এলাকাসহ আশেপাশের এলাকা ছিলো বিএনপির ঘাটি। তারা বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করতো। নওয়াপাড়া বাজাওে অর্থাৎ কুষ্টিয়া মেহেরপুর সড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে মিছিল সমাবেশ করে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতো। নওপাড়া বাজারের সভাপতি হিসাবে দায়িত্ব নেয়ার পরে সেই জামাত বিএনপির দূর্গ আমি নস্যাৎ করে দিয়েছি । এখন আর এই বাজারে কেউ চাঁদাবাজিও করেনা,কেউ গাছের গুড়িও ফেলে না, এই বাজারে কেউ আর আন্দোলন সংগ্রাম করে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে দেওয়া হয় না। সভাপতি আতাহার আলী আরো বলেন বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামীলীগের কথিপয় নেতার চক্রান্তের কারণে এবং পিছন থেকে ইনধন দেওয়াতে সেই বিএনপি জামাতের চক্র আজ মাঠে নেমেছে, কুখ্যাত বিএনপি ক্যাডার,বহু নাশকতা মামলার আসামী আজাদ কবিরাজ, নমো কবিরাজ ও নজিবুল কবিরাজের নেতৃত্বে। তারা এখন বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী করতে চায় এবংঅস্থিতিশীল পরিবেশ তৈরী করে বিএনপির ঘাটি বানাতে চায় নওয়াপাড়া বাজারকে। আপনারা সতর্ক থাকুন- যে কোন মূল্যে প্রশাসনকে সাথে নিয়ে আওয়ামীলীগের নেতৃত্বে এই বিএনপি জামাত চক্রকে প্রতিহত করবো। কারণ আমরা বঙ্গবন্ধুর সৈনিক, কোন ভাবেই অন্যায়ের কাছে মাথা নত করবো না।
Leave a Reply