ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল রোববার বিকেলে শহরের প্রধান প্রধান সড়কে বিএনপি ও তার সমমনা দলগুলোর নৈরাজ্য অগ্নি সংযোগ ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল আনুমানিক পাঁচটার সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শহরের চৈতন্যের মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী জাকির হোসেন বুলবুল, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। উপজেলার সকল নেতৃবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, নৈরাজ্য বিশৃঙ্খলা অগ্নিসংযোগ, ভাংচুর এর প্রতিবাদে আজকের এই কর্মসূচি পালিত হয়।
Leave a Reply