মনোজিত মন্ডল, খোকসা থেকে ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে গ্লোবাল ওয়ান কিউ এর অর্থায়নে কুঠিপাড়া প্রতিবন্ধী দুঃস্থ কল্যাণ সংস্থার সহযোগীতায় হত দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ১১৯ টি সুপেয় পানির টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে আমবাড়ীয়া ইউনিয়নের কন্ঠগজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হত দরিদ্র ও প্রতিবন্ধী মাঝে এই টিউবওয়েল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আমবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আকমল মন্ডল, কুঠিপাড়া প্রতিবন্ধী দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক নাজিমুজ্জামান নাজিম, খোকসা উপজেলার এলজিইডির মাঠ পরিদর্শক আবু হানিফ, গ্লোবাল ওয়ান ইউকে’র প্রকল্প ব্যবস্থাপক রমজান আলী, ইন্ট্যাররেক্ট ডিবিলপমেন্টের ফোরাম (আইডিএফ) এর শফিকুল আজম প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, আমবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বর হিরন পূর্ব আমবাড়ীয়া গ্রামের আসাদ, গোসাইডাঙ্গী গ্রামের আলামিন মালিথা, ধোকড়াকোল কুঠিপাড়া গ্রামের হারুন।
Leave a Reply