কাগজ প্রতিবেদক ॥ কলেজটির বিতর্ক যেন কাটছেই না। কর্মচারী নিয়োগে মোটা অংকের অর্থ বানিজ্যসহ নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে কুষ্টিয়ার মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজ। নতুন করে আবারও কলেজটির খোদ শিক্ষার্থীদের কাছ থেকেই এবার শিক্ষা বোর্ডের নিয়মনীতি উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
কলেজ উন্নয়নসহ বিভিন্ন খাতে খরচ দেখিয়ে শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি ছাড়াও শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। শিক্ষার্থীরা জানান,মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ২ হাজার ১’শত বিশটাকা সরকার নির্ধারিত ফি থাকলেও প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৩’শত ২০ টাকা থেকে ৩ হাজার ৮’শত ৮০ টাকা আদায় করা হলেও রশিদ দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ।
অন্যদিকে বিজ্ঞান বিভাগের জন্য ২ হাজার ৬’শত ৮০টাকা নির্ধারিত থাকলেও নেওয়া হচ্ছে ৩ হাজার ৮’শত ৮০ টাকা। তবে মুখচেনা ও প্রভাবশালী নেতার লোকজনের কাছ থেকে কম নিচ্ছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। কলেজের মডেল টেস্ট পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হলেও তাদের কাছ থেকেও আদায় করা হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকা। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই নিয়ে চলছে আলোচনা সমালোচনাও।
নাম-প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, এইচএসসি পরীক্ষার ফরম পূরণে এবার অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। মুখচেনা ও প্রভাবশালী নেতার লোকদের কাছ থেকে কম টাকা নেওয়া হলেও আমাদের বেলায় বেশি টাকা নেওয়া হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিচারের দাবি জানাচ্ছি। মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন বলেন, নিয়ম মেনেই টাকা আদায় করা হচ্ছে। দুই একদিনের মধ্যেই শিক্ষার্থীদের হাতে রশিদ বুঝিয়ে দেওয়া হবে। নানান ব্যস্ততার কারণেই রশিদ গুলো তাদের হাতে দেওয়া হয়নি। এ বিষয়ে মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, রশিদ না দিয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, টাকা আদায়ের রশিদ না দিয়ে টাকা নেওয়া যাবে না। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নিব।
Leave a Reply