কাগজ প্রতিবেদক ।। হাবীব চৌহান, কুমারখালী থেকে ॥ বৃহস্পতিবার, ২০ জুলাই। গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১৯০ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে তাঁর ব্যবহৃত ও দেশের প্রথম ঐতিহাসিক এম এন প্রেসে ব্যবহৃত ছাপা মেশিন (মুদ্রণযন্ত্র) দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ স্মৃতিজাদুঘরে ফিতা কেটে ও মোড়ক সরিয়ে প্রেসটি উন্মুক্ত করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -০৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। জাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাঙ্গাল হরিনাথের চতুর্থ বংশধর প্রয়াত অশোক মজুমদারের স্ত্রী গীতা মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আল মাছুম মুর্শেদ শান্ত, রানা টেক্সটাইলের স্বত্ত্বাধিকার মাসুদ রানা, সাংবাদিক কে এম আর শাহিন। জানা গেছে, গত শনিবার বেলা ১১ টায় ঢাকা শাহবাগের জাতীয় জাদুঘরের নব নির্মিত বোর্ড সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিনামা স্বাক্ষর করা হয়। ২০ লাখ টাকার চেক ও দুইজনের চাকুরির বিনিময়ে মুদ্রণ যন্ত্রটি হস্তান্তর চুক্তিপত্রে স্বাক্ষর করেন কাঙ্গাল হরিনাথের চতুর্থ বংশধরের স্ত্রী গীতা মজুমদার ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান। চুক্তিনামার তিনদিন পরে গ্রামীন সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ব্যবহৃত ঐতিহাসিক এম এন ছাপাখানাটি কয়েকটি খন্ড খন্ড আকারে গত মঙ্গলবার জাদুঘর নিয়ে আসা হয়। এ বিষয়ে সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, কাঙ্গাল হরিনাথ মজুমদার গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ। তিনি ছিলেন একজন প্রজাবান্ধব ও প্রতিবাদী মানুষ। তাঁর ব্যবহৃত মুদ্রণ যন্ত্রটি একটি ঐতিহাসিক যন্ত্র। যন্ত্রটি অনাগত প্রজন্মের কাছে এবং কুমারখালীর ইতিহাস – ঐতিহ্যের স্বাক্ষ্য বহন করবে।
উল্লেখ্য যে, সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার বাংলায় ১৩০৩ ( ১৮৩৩ ইং) সনের ৫ ই শ্রাবণ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুন্ডুপাড়া জন্মগ্রহণ করেন। গ্রামের সাধারণ মানুষের উন্নতির জন্য এবং তাদের শোষণ-পীড়নের বিরুদ্ধে হরিনাথ সারাজীবন আন্দোলন করেছেন। অত্যাচারিত এবং অসহায় কৃষক সম্প্রদায়কে রক্ষার উদ্দেশ্যে তিনি সাংবাদিকতা পেশা গ্রহণ করেন। প্রথমে তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় লিখতেন, পরে ১৮৬৩ সালে তিনি নিজেই গ্রামবার্তা প্রকাশিকা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটি পরে পাক্ষিক ও শেষে এক পয়সা মূল্যের সাপ্তাহিকে পরিণত হয়। এতে সাহিত্য, দর্শন ও বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হলেও কৃষকদের প্রতি তখনকার নীলকর ও জমিদারদের শোষণ-অত্যাচারের কথা বিশেষ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হতো। হরিনাথের জীবনে কখনও সচ্ছলতা ছিল না, কিন্তু তা সত্ত্বেও পত্রিকা প্রকাশের সুবিধার্থে তিনি ১৮৭৩ সালে একটি ছাপাখানা স্থাপন করেন। রাজশাহীর রাণী স্বর্ণকুমারী দেবীর অর্থানুকূল্যে দীর্ঘ ১৮ বছর পত্রিকা প্রকাশের পর আর্থিক কারণে এবং সরকারের মুদ্রণ শাসনব্যবস্থার কারণে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দিতে হয়।
Leave a Reply